বুধবার, ২৯ মে, ২০১৩

দুর্দম

দুর্বার-দুরন্ত-দুর্দম ঊর্মি,
উত্তপ্ত-পুড়ন্ত রুদ্র ঘূর্ণি।
আমি উচ্ছল চঞ্চল কর্মী-
উগ্র বজ্র আঁখি রাগি ধর্মি।
আমি জয়-নয় পরাজয়,
নেই লয়, করি ল্য বিজয়।
বজ্র বাদল নিনাধ ধ্বনি,
নিমেশে জাগাই লৌহ খনি।
ধমকে টুটে লৌহ শিকল,
অসূর কল সব বিকল।
ফুঁসি উচলে ভাসাই কূল,
চলি পথে নির্ভিক নির্ভুল।
উপড়ে কূড়ে কন্টক কূল,
সবি দূরি পরগাছা মূল।
উতলোচ্চল-স্বজলোর্মি,
নির্মলাগ্নি উন্মত্ত ঘূর্ণি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন