বুধবার, ২৯ মে, ২০১৩

বি-টাইগার

চল ছুটে চল
চল ছুটে চল
চল ছুটে চল চল।
চল ছুটে চল ক্রিকেট খেলি
আমরা টাইগার দল ॥

ছক্কাতে ধর উঠুক হেলি,
হৌক অরিদের কল বিকল।
আর সবাকে পিছে ফেলি,
মারব ছক্কা লাগাই বল,
নেই আমাদের দল-বদল
খেলতে মাঠে আয় সকল ॥

ঘূর্ণি বায়ের হুঙ্কারে,
ডাকছে টাইগার শুন কারে
ব্যাটের মারের ঝঙ্কারে
হারিয়ে দেব ভাই তারে।
বজ্র বেগে ছুট ছুটে চল
থাকতে বাহুর শক্তি বল॥



আমরা সকল বাংলাদেশী,
নেইকো হিংসা দ্বেষ
নেই আমাদের রেষা-রেষি
বাংলাদেশী সকল খেশ।
ক্রিকেট খেলি অহর নিশি,
নেই সুনামের শেষ।
হরেক রঙে নিত্য মিশি,
নির্মুল হাসীন মোদের দেশ।
দেখবে যদি আয়রে ছুটে,
খেলতে খেলায় রই অটল ॥

হয় না মোদের পিছে টান,
প্রতি বলে করব রান।
ডাকবরে চল রানের বান,
গাইতে গাইতে জয়ের গান,
গানের সুরে উঠুক কেঁফে,
আকাশ-পাতাল গগনতল ॥

করব মোরা বিশ্ব জয়,
সকল বাধা করি নয়।
থাকবে সুনাম অয়,
না হবে না মোদের য়।
উল্কা বেগে ছুটব চল,
ধরব সকল ক্যাচের বল
বল ধরিতে রই সবল
তাই খুশিতে টলমল
আর দেরি নয় আয় খেলি
আয়রে টাইগার দল,
কইরে তোরা কই গেলি
চল ধরি চল বল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন