বুধবার, ২৯ মে, ২০১৩

আলোক বিন্দু

কত বিন্দু মিলে হল
সূর্য রশ্মি ঐ
ঐ রশ্মিতে দেখব চল,
তারা শশি কই।

বিন্দু হিসেব করতে বসি,
ক্যালকুলেটর লই
যত বারে অংক কষি,
বেমিল খাতে রই।

করছে কিনা হিসেব কভু
আছে কি তা জানা?
জিজ্ঞাসি তা আমি হবু
সবই করে মানা।

বিন্দু আলো গুণতে চল,
সখা-সখী-সই
হিসেব খাতার পাতা খোল
সাথে নিয়ে বই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন