বুধবার, ২৯ মে, ২০১৩

রক্ত ঝরা

শহীদগণের রক্তে গড়া,
দিনটি একুশ বড়ই চড়া
শোক বেদনায় কাঁপছে ধরা,
কইরে তোরা আয়রে তরা।
পরব কাফন বেদন ভরা,
তাঁদের পথের কাঁটা সরা।
আমরা তাঁদের সাথীগণ,
করব স্মরণ করি পণ।
ফুলের মালা করি গঠন
ফুল দানিব করি যতন
চির অমর শহীদগণ।
তাদের কভু নেই মরণ
করি তাঁদের শোক বহণ;
তাঁরা মোদের ধন রতন
আজকে একুশ রক্ত ঝরা,
জাগরে ভোরে জাগরে তোরা,
চল মিনারে ডাকছে ওরা;
যাদের পথে চলব মোরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন